ব্যাখ্যাঃ উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য ১৬টি অজৈব উপাদান প্রয়ােজন। এদের ১০টি হচ্ছে ম্যাক্রোমৌল বা মুখ্য উপাদান। এরা হলাে নাইট্রোজেন (N), পটাশিয়াম (K), ক্যালসিয়াম (Ca), ম্যাগনেশিয়াম (Mg), কার্বন (C), লৌহ (Fe), হাইড্রোজেন (H), অক্সিজেন (O), ফসফরাস (P) এবং সালফার (S)। আর ৬টি উপাদান অতি অল্প পরিমাণে লাগে এদের বলা হয় মাইক্রোমৌল বা অণু উপাদান। যেমন : দস্তা (Zn), ম্যাঙ্গানিজ (Mn), মলিবডেনাম (Mo), বােরন (B), তামা (Cu) ও ক্লোরিন (Cl)।